নেশার টাকা জোগাতে নিজ সন্তানকে বিক্রি, বাবা আটক


নেশার টাকা জোগাতে নিজ সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক কেনার টাকা জোগাড় করতে তিন মাস বয়সী নিজ কন্যাকে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটির বাবা মিরাজ হোসেন (২৫)–কে আটক করা হয়, যিনি এই বিক্রির সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বদ্দানঝিরি এলাকার আছারতলি গ্রামের আসমাউল হোসনার সঙ্গে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিরাজ মাদকাসক্ত এবং নেশার টাকার জন্যই তিনি নিজের শিশুকন্যাকে বিক্রি করেন।

ঘটনার বিষয়ে শিশুটির মা আসমাউল হোসনা বলেন, "স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সন্তানকে বিক্রি করে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সেজন্য আমি কৃতজ্ঞ।"

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, "শিশুটি বিক্রির খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×