দলীয় কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় ২ ছাত্রদল নেতাকে শোকজ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ০৮ আগস্ট ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন ও মো. মিঠুন হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিটি প্রকাশ্যে আসার পর থেকেই বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে এক মণ দুধ দিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় পরিষ্কার করা হয় এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, তুহিন ও মিঠুন বলছেন, ৫ আগস্ট আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তি বিএনপির সমর্থিত নেতাদের সঙ্গে কার্যালয়ে প্রবেশ করায় "অফিস পাপবিদ্ধ" হয়েছে, তাই তা দুধ দিয়ে ধুয়ে পাপ মোচন করা হয়েছে।
এই ঘটনাকে "অপমানজনক ও অপ্রত্যাশিত" বলে উল্লেখ করে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল বলেন, দুধ দিয়ে কার্যালয় ধোয়ার সিদ্ধান্তটি অনভিপ্রেত এবং নিন্দনীয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাফর ইকবাল জনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। যারা নোটিশ পেয়েছেন, তারা দলের গঠনতন্ত্র অনুযায়ী জবাব দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে উপজেলা যুবদলের সদস্য মো. লিটন দেওয়ানকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।