সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন


সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট শহরের ক্বিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে প্রাণ গেল ডালিম আহমদের (৩৫)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ডালিম আহমদ ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা এবং লোকমান মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছিনতাইকারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডালিম আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় কয়েকজন যুবক হঠাৎ ডালিমকে ছুরিকাঘাত করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×