স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:১৭ পিএম, ০৭ আগস্ট ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বরমী মধ্যপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত স্বামীর দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আটটি কক্ষসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
নিহত নারীর নাম সুইটি আক্তার নিশি (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার চাকুয়া গ্রামের বাসিন্দা আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী নুরুল ইসলাম (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে সুইটির সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরই জানা যায়, নুরুল একজন মাদকাসক্ত এবং এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। শুরু থেকেই সুইটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ পরিবারের।
এছাড়াও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলত। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সুইটির মৃত্যুসংবাদ দেন বিয়ের ঘটক নাজমুল। খবর পেয়ে স্বজনরা নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং শাশুড়ি জোবেদাকে আটক করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উত্তেজিত জনতা নুরুল ইসলামের দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবদুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”