পরিচ্ছন্নতায় গাফিলতি চলবে না, রাতেই হানা দেব: চসিক মেয়র শাহাদাত


পরিচ্ছন্নতায় গাফিলতি চলবে না, রাতেই হানা দেব: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্নতায় গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেছেন, আমি যেকোনো সময় রাতে ওয়ার্ড পরিদর্শনে যেতে পারি। সেখানে যদি দেখি পরিচ্ছন্নতার দায়িত্বে কেউ নেই, তাহলে তার দায় নিতে হবে। প্রয়োজন হলে রাতেই হানা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ আগস্ট) লালদিঘী চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে টিসিবি কার্ড বিতরণ ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

আরো বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কারের মান দিন দিন খারাপ হচ্ছে। কাজ শুরুতে ভালো ছিল, কিন্তু এখন তা স্ট্যান্ডার্ডের নিচে নেমে এসেছে। আমি প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, সুপারভাইজারদের নিয়ে বসে ওয়ার্ডভিত্তিক কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রম কমে গেছে। এর তদারকি করতে হবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করব।

মেয়র ডা. শাহাদাত হোসেন সব বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শতভাগ আন্তরিকতার সঙ্গে জনগণের জন্য কাজ করতে চাই। কেউ দায়িত্বে অবহেলা করলে ছাড় দেয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ চসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×