বাবার মৃত্যুর খবর শুনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু


বাবার মৃত্যুর খবর শুনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এক দিনে বাবার পর ছেলের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

৮৫ বছর বয়সী মো. হাসমত আলী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর খবরটি পৌঁছায় তাঁর ছেলে, ৫০ বছর বয়সী মো. বাবুল মিয়ার কাছে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবার মৃত্যুর খবর শুনেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনিও মৃত্যুবরণ করেন।

হাসমত আলী কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর সাবরেজিস্টার অফিসে এবং তাঁর ছেলে বাবুল মিয়া টঙ্গী সাবরেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন জানান, “নিহত হাসমত আলী দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যুর খবর বাবুলকে জানানো হলে, সঙ্গে সঙ্গেই তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোকাহত। ধামলই গ্রামের বাসিন্দা তুহিন বলেন, “এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই কষ্টের এবং বেদনার।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান জানান, “বাবার মৃত্যুর খবর শোনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। একই সময়ে জানাজা অনুষ্ঠিত হবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×