স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, পলাতক স্বামী মিজান


স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, পলাতক স্বামী মিজান

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে ঘরে আগুন ধরিয়ে পালিয়েছেন এক পল্লি চিকিৎসক। স্থানীয় ইন্দ্রবপুর গ্রামে শনিবার (২ আগস্ট) রাত আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার (৪৫) ওই গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে। প্রায় তিন বছর আগে তিনি মিজানুর রহমান নামের এক পল্লি চিকিৎসকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তারা ওই গ্রামেই জমি কিনে বসতঘর তৈরি করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুরের সঙ্গে মারুফার দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। মিজান সন্দেহ করতেন, মারুফা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এর জেরে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো।

স্বজনদের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে মারুফাকে গৃহবন্দী করে রেখেছিলেন তার স্বামী। শনিবার রাতে ফের তর্কাতর্কির এক পর্যায়ে মিজান মারুফাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ঘরের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং সেখান থেকে পালিয়ে যান।

পোড়ার গন্ধ পেয়ে প্রতিবেশীরা এসে দেখতে পান, ঘরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

মারুফার ভাগনে আরিফুল ইসলাম জয় বলেন, “আমার খালাকে প্রায়ই নির্যাতন করত মিজান। অহেতুক সন্দেহ করত। শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলল।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমাদের প্রাথমিক ধারণা, মারুফাকে প্রথমে হত্যা করা হয়, এরপর আগুন লাগিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়। আসামিকে ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×