সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের একটি চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে পাশে থাকা দুই কর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন।
তিনি বলেন, রক্ষণাবেক্ষণের সময় একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে দুই কর্মী সামান্য আহত হন। যাত্রী সেবায় ব্যবহৃত বোর্ডিং ব্রিজের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।