কালিয়াকৈরে থানার পাশেই প্রকাশ্যে ৯ লাখ টাকা ছিনতাই


কালিয়াকৈরে থানার পাশেই প্রকাশ্যে ৯ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে প্রায় ৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ৩টার দিকে কালিয়াকৈর থানার পাশে এ ঘটনা ঘটে। প্রাইভেটকার চাপা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকাগুলো নিয়ে যায় ছিনতাইকারীরা।

ভুক্তোভোগী ও স্থানীয়রা জানান, লতিফপুর এলাকায় কালিয়াকৈর থানার পাশেই দলিল লেখকদের অফিস। সেখানে স্থানীয় ভেন্ডাররা দলিল লিখে রেজিস্ট্রেশন করেন। এরমধ্যে দলিল লেখক মো. জুলহাস উদ্দিন জমি রেজিস্ট্রেশনের জন্য তার ছেলে প্রিন্স ও ভাগিনা মো. রাশেদ খানকে ৮ লাখ ৭৫ হাজার টাকার একটি ব্যাগে দিয়ে সোনালি ব্যাংকের কালিয়াকৈর বাজারের শাখায় পাঠান।

তারা দুইজন টাকার ব্যাগ নিয়ে অটোরিকশা দিয়ে কালিয়াকৈরের উপজেলা খাদ্য গুদামের কাছে পৌঁছালে ছিনতাইকারী প্রাইভেটকার দিয়ে তাদের চাপা দেয়। এসময় অটোরিকশায় থাকা তারা দুজন আতঙ্কিত হয়ে উঠলে গাড়ি থেকে ছিনতাইকারীরা নেমে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

দলিল লেখক বলেন, আমার অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে আমার সহকারী ও ছেলে যাচ্ছিল। যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর দলিল লেখক স্ট্যাম্প-ভেন্ডার সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বলছে তারা টাকা উদ্ধারে কাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, আমাদের থানার দুটি মোবাইল টিম ঘটনাটি নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×