বিএনপি বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার: হাসনাত আবদুল্লাহ


বিএনপি বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ বাহিনীর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল হওয়ার দরকার নেই। তাদের চাপমুক্ত হয়ে সাধারণ জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) গাজীপুরের রাজবাড়ি মাঠে এনসিপির সমাবেশে এ কথা বলেন তিনি।

পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে দ্রুত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পুলিশে বিভাজন রয়েছে। কোনো ঘটনা ঘটলে সব দায়ভার যায় কনস্টেবল থেকে ওসি পর্যন্ত। ঊর্ধ্বতনরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। সেজন্য পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। নয়ত পুলিশের নিচের দিকের কর্মকর্তাদের ফের রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে। পুলিশ বিএনপির বা এনসিপির হওয়ার দরকার নেই, পুলিশ হবে জনতার।’

এছাড়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে এই এনসিপি নেতা বলেছেন, ‘আপনি এমন একটা বাংলাদেশ বাস করেন, যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, আপনি আশাহত হবেন। আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে, কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনাকে মেরে দিয়ে যাবে। দুর্ভাগ্যজনক বিষয়, বাংলাদেশের এখনো যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের কোনো আয়রন ডোম নেই। আমাদের আত্মরক্ষার জন্য আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে। আমাদের যুদ্ধবিমান, সাবমেরিন, আয়রন ডোমের প্রয়োজন রয়েছে। এনসিপি যদি (ক্ষমতায় আসার) সুযোগ পায়, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ হবে।’

সেনাবাহিনীকে যুগোপযোগী করার বার্তা দিয়ে হাসনাত বলেছেন, ‘হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রিতে পরিণত করেছে। কন্সট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের সেনাবাহিনীকে যুগোপযোগী করতে হবে। সেনাবাহিনীকে বিশ্বমানের প্রশিক্ষণ, অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×