সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে প্রশাসনকে হুমকি, ২ মাসের কারাদণ্ড
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ২৮ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তাদের হুমকি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে সিলেটের ওসমানীনগরে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক’ এবং ‘জামায়াত নেতা’ হিসেবে পরিচয় দিয়ে তিনি এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর মাহবুবুরকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার সাদীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহবুবুর রহমান সরকারি নিয়ম উপেক্ষা করে ভূমি অফিসে গিয়ে জায়গার নামজারি সংক্রান্ত বিষয়ে চাপ প্রয়োগ করছিলেন। নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেন তিনি। চাহিদা অনুযায়ী কাজ না হলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর চালানোর হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
সোমবারও তিনি ভূমি অফিসে গিয়ে একই ধরনের হুমকি দেন। তখনই তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। আদালতে দোষ স্বীকার করে মাহবুবুর জানান, এই কাজে তাকে প্ররোচিত করেছেন ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ।
দোষ স্বীকারের ভিত্তিতে আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দেওয়াসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করায় তাকে আইনগতভাবে আদালত বসিয়ে আদালতে পাঠানো হয়েছে।”