কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরি নিহত, হামলাকারী আটক
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫১ পিএম, ২০ জুলাই ২০২৫
.jpg)
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামে এক স্কুল কর্মচারী নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে।
নিহত আরিফ হোসেন একই গ্রামের মালেক ভুঁইয়ার ছেলে। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ে দফতরি হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত মাসুম (আসাদুল্লাহ) একই এলাকার বাসিন্দা ও একজন সিএনজি চালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন বাইরে গিয়ে স্কুল গেটসংলগ্ন একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসাদুল্লাহ এসে তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত আরিফকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।