নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে: নার্গিস বেগম


saurav/GK_2025-07-05_686946ff53a0f.jpg

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশে কোনো অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না।

আজ শনিবার (৫ জুলাই) বিকালে যশোর শহরের মাহমুদুর রহমান স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মহিলা দলের যশোর পৌরসভার ৩নং ওয়ার্ড শাখা এ সমাবেশের আয়োজন করে।

নারী নেত্রী সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নার্গিস বেগম আরও বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে মূল স্রোতে অংশ নেওয়াতে না পারলে দেশে এগিয়ে যেতে পারবে না। এটা বুঝেছিলেন বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী শিক্ষার বিস্তারে ভূমিকা রেখেছিলেন। নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থাসহ অনেককিছু তৈরি করেছিলেন। এসব কিছুর মাধ্যমে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠা সহজতর হয়েছিল।

সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আজ আমরা হাসিনামুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এই কৃতিত্ব কারও একার নয়।

তিনি বলেন, একজন পুরুষ মাঠে ময়দানে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া থেকেছে। সেইসব পুরুষকে শক্তি যুগিয়েছে নারী। তাই কোনোভাবেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই। আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা দরকার তা নিশ্চিত করা হবে।

সমাবেশে আরও বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×