নরসিংদীর বেলাবতে "চলো গড়ি বেলাব" সামাজিক সংগঠনের বর্ষপূর্তি উদযাপন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
- নরসিংদী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৭ পিএম, ০৫ জুলাই ২০২৫
চলো গড়ি বেলাব সামাজিক সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সিজিবি মেধা অন্বেষণ বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ সহ সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান এবং গুনীজন সম্মাননা সহ অনলাইন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের (কবিতা আবৃত্তি এবং হামদ-নাত-গজল) পুরস্কার বিতরনী পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে ৷
আজ শনিবার সকালে বেলাব উপজেলা মিলনায়তনে পুরস্কার প্রাপ্ত সর্বমোট ৪৮ জন কে "চলো গড়ি বেলাব" এর পক্ষ থেকে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল করিম ( উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেলাব নরসিংদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহসান হাবীব বিপ্লব (সাবেক চেয়ারম্যান, বেলাব উপজেলা পরিষদ)। এছাড়াও উপস্থিত ছিলেন চলো গড়ি বেলাব পরিবারের শুভাকাঙ্ক্ষীগন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, সমাজসেবক ও রাজনীতিবিদ ব্যক্তিবর্গ সহ অনেক সম্মানিত গুনীজন ৷
প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চমৎকার বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ কে সুন্দর ভাবে এগিয়ে নেয়ার জন্য শিক্ষনীয় অনেক বার্তা দিয়েছেন।
সর্বোপরি চলো গড়ি বেলাব এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি