খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম


খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “মুশফিকুর রহমান বাসা থেকে জুমার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হন, তবে তিনি বাসার পাশের মসজিদেও যাননি এটি সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হওয়া গেছে।”

পরিবার জানায়, দুপুর ১২টার পর পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হওয়ার সময় মুশফিকুর রহমান তার মোবাইল ফোনও সঙ্গে নেননি। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ নিখোঁজ ডিজিএমের সন্ধানে তদন্ত শুরু করেছে এবং তার অবস্থান শনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি সাজ্জাদ।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×