পিআর নির্বাচনের নামে গায়েবি নির্বাচনের পথ খুলছে সুবিধাভোগীরা: সালাহউদ্দিন আহমদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৬ পিএম, ০৫ জুলাই ২০২৫
.webp)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানোর শঙ্কায় থাকে, তারাই এখন প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক পদ্ধতির নির্বাচন দাবি করছে। এদের কেউ কেউ আগে ক্ষমতাসীন দলের সুবিধাভোগী ছিল, আজ তারা গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছে।
শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বলছেন, বিচার না হলে, সংস্কার না হলে নির্বাচন করবেন না। তাহলে বলুন, আমাদের কী করতে হবে? পরামর্শ দিন। কিন্তু শুধু শর্তারোপ করে নির্বাচনকে অনিশ্চিত করে তোলা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “চেতনার কথা শুধু শেখ হাসিনা বা শেখ মুজিব বলবেন না। এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সবকিছুতেই বিএনপির নেতাকর্মীদেরও অবদান রয়েছে। সেটি ভুলে গেলে চলবে না।”
আওয়ামী লীগের সহযোগী বলে পরিচিত কিছু দল প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “দিনের বেলায় বড় বড় কথা বললেও সন্ধ্যায় তারা ফিরে গিয়ে আবার সেই সুবিধা নেয়। এসব লোক সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করছে, আসলে তাদের লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা গায়েবি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। প্রয়োজন হলে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও আন্দোলনে নামতে হবে।”
ধাকাওয়াচ/এমএস