কানাইঘাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩


February 4 2025/syl-20250705084159.jpg

সিলেটের কানাইঘাটে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।

আসামিরা হলেন, কানাইঘাট সদর ইউনিয়নের উমাগড় গ্রামের মৃত নিখিল দাসের ছেলে শুভংকর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে ফাহাদ মিয়া (২৫)। তারা তিনজনই পরিবহন চালক

মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে কানাইঘাট সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামের ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভিকটিমের মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দয়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো তার মায়ের সঙ্গে বসতঘরে ঘুমিয়েছিল। রাত ১টার দিকে তার মা ঘুম থেকে জেগে উঠে দেখেন পাশে তার মেয়ে নেই এবং ঘরের দরজা খোলা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাতে প্রতিবন্ধী মেয়েটিকে পাননি। পরদিন বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থ গ্রামের বালুচরে স্থানীয়রা তাকে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে এলে সে ঘটনাটি জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি মঙ্গলবার রাত দেড়টার দিকে বীরদল খালোমোরা থেকে শুভংকর দাস, বাবুল আহমদ ও ফাহাদ মিয়া প্রতিবন্ধী মেয়েটিকে শুভংকরের মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে দেখেন। ঘটনাটি জানানোর পর বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন কানাইঘাট থানায় গেলে পুলিশ ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়। পরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে বীরদল খালোমোরা এলাকায় রাস্তার পাশে একা পেয়ে অভিযুক্ত ৩ জন মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে তার পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×