ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক


saurav/image_202082_1751647775.webp
আটক আ.লীগ নেতা কামরুল হক। ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে বিমানবন্দর থানা পুলিশ আটক করেছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পবিত্র হজ পালনের পর সৌদি আরব থেকে দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হককে আটক করা হয়। পরে বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কামরুল হক বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা। তিনি ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×