চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ


চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

চট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক কলহ নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসিমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক তানভীর আরো বলেন, ঘটনার পর জসিম পালিয়ে গেছে। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা তা জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×