গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি


গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ গ্রামে অতিরিক্ত ডিআইজি (রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে। 

শুক্রবার রাত তিনটার দিকে একদল ডাকাত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের দরজা ভেঙে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এ সময় ডাকাত সদস্যরা আলমারিসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। 

এ খবর পেয়ে সেখানে যান ডিআইজি আবিদা সুলতানা। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×