রাউজানে ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে খুন


রাউজানে ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে খুন
মো. মানিক গরীবুল্লাহ

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় মো. মানিক আবদুল্লাহ (৪৫) নামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারি কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মানিক গরীবুল্লাহ পাড়ার আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘ দিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ। এলাকার বিভিন্ন স্থানে তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছবিসহ তোরণ নির্মাণ এবং ব্যানার টাঙিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।

তিনি চট্টগ্রাম নগরীতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন।

এসব তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারী কলোনীর হানিফের ভাড়া ঘরে ভাত খেতে যান মানিক। খাওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের ৮-১০ অস্ত্রধারী তাকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীরা সবাই মুখোশধারী ছিল।

এ ঘটনার পর ঘটনাস্থলে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×