১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন পর্যটকরা— এমন ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্টমার্টিনে নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার কারণে দ্বীপের পর্যটন খাতে স্থবিরতা নেমে আসে, বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচলও।
যাতায়াত বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে জনশূন্য হয়ে পড়ে জেটিঘাট, কর্মহীন সময় পার করেন জাহাজ সংশ্লিষ্ট কর্মচারীরা।
সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থেই ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন এলাকায় রূপান্তরের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।