লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ৩৪ অস্বচ্ছল চক্ষু রোগীর ছানি অপারেশন


লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ৩৪ অস্বচ্ছল চক্ষু রোগীর ছানি অপারেশন

লক্ষ্মীপুর পৌরসভার অর্থায়নে ৩৪জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে। 

শুক্রবার (১৮এপ্রিল) দুপুরে অপারেশন ফেরত রোগীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রকৌশলী মো. জুলফিকার হোসেনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে পৌরসভার তত্ত্বাবধানে তাদেরকে অপারেশনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএস চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌরসভার অস্বচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ১ হাজার ১০০ চক্ষু রোগীকে চিকিৎসার আওতায় আনা হয়। এর মধ্যে ১২০ জন রোগীকে ছানি পড়া ও অন্যান্য অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। প্রথম পর্যায়ে ৩৪ জনের ছানি অপারেশন হয়েছে।

মো. জসীম উদ্দিন বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য আমরা চক্ষু ক্যাম্প করেছি। তারমধ্য থেকে চোখের ছানি অপারেশনের জন্য ১২০জনকে নির্বাচিত করা হয়। ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনায় ৩৪জনের ছানি অপারেশন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও ছানি অপারেশন হবে। যারা অপারেশন করে ফিরেছেন তারা সকলে ভালো আছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×