ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই লাল চাঁন (২২) খুন হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘাতক বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে। 

রোববার বিকেলে ময়মনসিংহ সদরের খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় দা দিয়ে কুপিয়ে এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। হত‍্যাকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত লাল চাঁন ও জালাল উদ্দিন মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এর মধ‍্যে নিহত লাল চাঁন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

ওসি জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে দুই ভাইয়ের মধ‍্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বিষয়টি নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ‍্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে লাল চাঁন মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। 

মো. শফিকুল ইসলাম খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×