আদালত চত্বরে দুই সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, অগ্নিসংযোগ


আদালত চত্বরে দুই সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, অগ্নিসংযোগ

বরিশালে সংবাদ সংগ্রহ করতে গেলে ২ সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাংবাদিক এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে তারা আদালতে যান। সেখানে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 

তারা জানান, খবর সংগ্রহ করে যখন মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসছিলেন তখন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল। এ সময় তারা তাদের আওয়ামী লীগের ট্যাগ দেয়। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলে আগুনে ধরিয়ে দেয়। 

হামলার এ খবর ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিকরা বিচারের দাবিতে কোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে সরে দাঁড়ান তারা। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×