মাজারে ৭০০ বছর ধরে ঢোল পিটিয়ে জাগানো হয় সেহরিতে


মাজারে ৭০০ বছর ধরে ঢোল পিটিয়ে জাগানো হয় সেহরিতে

সেহরিতে ঢোল পিটিয়ে প্রায় ৭০০ বছর থেকে সাধারণ মানুষকে ঘুম থেকে জাগানো রেওয়াজ রয়েছে সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার ও পাশ্ববর্তী এলাকায়। এক সময় বিদ্যুৎ ছিলো না, ছিলো না মসজিদের মাইকের আওয়াজ। তারপরেও সেহরিতে শেষ ভরসা ছিলো এ ডোলের আওয়াজ। 

চলমান রেওয়াজ অনুযায়ী প্রায় ৭০০ বছর থেকে প্রতিদিন মাজার এবং তার আশপাশ এলাকায় নিদ্রায় কাটানো ব্যক্তিদের ঘুম থেকে জাগানো হয়। যুগ যুগ ধরে চলমান এই রেওয়াজের সাথে পরিচিত সিলেটের কোটি মানুষ। 

পায়ে হেটে প্রতিদিন সেহরির সময়ে মাজারের পাশ্ববর্তী এলাকা গুলোতে ডুল পেটান তারা। যেখানে ডুল পেটানোর শব্দ শুনা এবং তাদের দেখার জন্য ভীড় জমান সজাগ থাকা ছোট শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা। 

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সেহরির নির্ধারিত সময়ের আগেই ঢোল পেটানোর জন্য দলবল নিয়ে তৈরি হয়ে যান। মাজারের সম্মুখভাগ থেকে শুরু করে আশপাশ এলাকার বাসা বাড়ির সামনে গিয়ে সেহরি করার আহ্বান জানান। 

মাজারের সামনের ব্যবসায়ী ফুরকান আহমেদ বলেন, ‘আমি ৩০ বছর থেকে এখানে ব্যবসায় করছি। প্রতি বছর এখানে সেহরিতে ঢোল বাজিয়ে সেহরিতে জাগানো হয়। এটি সবাই খুব উপভোগ করি। এটি এখানকার ঐতিহ্য।’

প্রায় ৪০ বছর ধরে মাজারে সেহরিতে ঢোল বাজানো রহিম মিয়া বলেন, ‘দীর্ঘ ৪০ বছর ধরে আমি সেহরিতে ঢোল বাজাই মাজারের আশেপাশে। আমার আগে অনেকেই বাজিয়েছেন। একটা ঐতিহ্য হিসেবে এটা আমরা বাজিয়ে আসছি। এটি বাজাতে অনেক শক্তির প্রয়োজন হয়। আমার পর হয়তো অন্যরাও এই ঐতিহ্য ধরে রাখবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×