গায়েবী ধন ওরশ শরীফ: কোরআন সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করতে হবে
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

হযরত গাউছুল আজম বাবা ভান্ডারীর (ক.) উত্তরসূরি, গাউছিয়তের গুপ্তধন ভান্ডারের অধিপতি, আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধনের (ক.) ৩৮তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ওরশ অনুষ্ঠিত হয়।
কর্মসুচীর মধ্যে ছিল গোসল শরীফ, গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, ছেমা মাহফিল ও তবারুক বিতরণ।
আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত গায়েবী ধন কেবলার উত্তরসুরী মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল মনছুর আল-মাইজভান্ডারী।
মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা শাহ্সূফী সৈয়দ ইরফানুর রহমান মিজান আল-হাছানী আল মাইজভান্ডারী।
ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারাদেশের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরশ শরীফে বক্তারা বলেন, ‘যুগে যুগে আউলিয়া কেরামগণ ইসলামের প্রচার প্রসারে কাজ করে গেছেন। হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি পরিহার করে কোরআন সুন্নাহ’র আলোকে সমাজকে আলোকিত করতে হবে।’