পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলীর ছেলে ইমরান আলী মাসুদ (৩৩) এবং হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব আলামপুর গ্রামের মৃত ফরিদ আহম্মেদের ছেলে মনসুর আলী (৪৭)। মাসুদ মহানগর ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক এবং মনসুর ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার ওসি আবদুল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি এবং মনসুরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের অস্ত্রগুলোতে গুলি ম্যাগজিনে লোড ছিল।

ওসি আরও জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনাতেও জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×