যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় মারধর


যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় মারধর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় মো. শিমুল গাজি নামে এক যুবদল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাকির খান নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সমেদয় কাঠি ইউনিয়নের লক্ষণকাঠি কালির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির খান ঢাকার বাড্ডা থানার যুবদলের সাবেক সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিমুল গাজি একটি মোটরসাইকেলযোগে নেছারাবাদ থেকে সমেদয়কাঠি মৈশানি যাচ্ছিলেন। এ সময় জাকির খান নামে এক লোক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।

আহত শিমুল গাজি বলেন, কিছুদিন পূর্বে শিশানি এলাকায় একটা সালিশি করে জাকির খান দশ হাজার টাকা এনেছিল। এ নিয়ে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এ কারণে শুক্রবার উপজেলায় ২১ ফেব্রুয়ারির দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে লক্ষণকাঠি এলাকায় আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

জাকির খান অভিযোগ অস্বীকার বলেন, ‘শিমুল গাজি আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা রিপোর্ট করেছিল। আমি তাকে পেয়ে সেই বিষয়টা জিজ্ঞেস করেছি। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করায় সে আমার কাছে ক্ষমা চেয়েছে। তাকে কোনো মারধর করিনি।’

সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, জাকির এবং শিমুল দুজনেই বিএনপির সহযোগী সংগঠনের লোক। শুনেছি জাকির শিমুলকে মারধর করেছে। এভাবে শিমুলকে মারা ঠিক হয়নি। শিমুলের কোনো অপরাধ হলে দেশে আইন আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×