চট্টগ্রামে অটোরিকশার যাত্রীর কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার


চট্টগ্রামে অটোরিকশার যাত্রীর কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার

চট্টগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে বন্দুকসহ তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তির নাম বেলাল হোসেন (৩৫)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া চৌদ্দি বাড়ি এলাকার মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ৩নং সমাজের বাসিন্দা।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‌'সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে দুইটি বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার করার প্রস্তুতি চলছে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×