অপারেশন ডেভিল হান্ট: হাতিয়া ও সন্দ্বীপে অস্ত্র ও গোলাবারুদসহ আটক চার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্টের আওতায় দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে নৌবাহিনী।
অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ৬ নম্বর চরকিং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তী ঘটনাস্থল হতে মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ), ৩টি একনলা দেশীয় বন্দুক, ৮ টি কার্তুজ, ২০টি ককটেল, ২টি ডেগার, ৩টি ক্রিজ ও ১টি তলোয়ার উদ্ধার করা হয়। যৌথ এ অভিযানে নৌবাহিনীর সাথে কোস্ট গার্ড ও পুলিশ অংশ নেন।
অপরদিকে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামের সন্ত্রাসীকে তার নিজ বাড়ি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলবে।