টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ


টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইজতেমা ময়দানের ভেতরের খিত্তাগুলোতে ঈমান, আমল ও ধর্মীয় বিষয় নিয়ে জোহরের নামাজ পর্যন্ত বয়ান চলবে। বিভিন্ন আলোচনা ও মাশোয়ারার মাধ্যমে নজম জামায়াতের কর্মসূচি পরিচালিত হবে।
 
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিশ্বের অর্ধশতাধিক দেশের মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নেন।
 
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। ২৪ মিনিটের মোনাজাতে প্রথম ১২ মিনিট কোরআনের দোয়া পাঠ করেন এবং শেষ ১২ মিনিট বাংলা ভাষায় দোয়া করেন।
 
এদিকে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে পুরো ময়দান নজরদারিতে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দানজুড়ে পেট্রোলিং করছেন।
 
আগামী বুধবার (৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×