চট্টগ্রামে বিআরটিএর রোড শো, বিশেষ অভিযান
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৬ পিএম, ২৫ জানুয়ারী ২০২৫

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষে বিআরটিএ চট্টগ্রাম শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর জিইসি মোড় এলাকায় রোড শো কর্মসূচি পালন করেছে।
রোড শোতে যানবাহনের মালিক, চালক, পথচারী ও যাত্রীদের জন্য সচেতনতামূলক বিভিন্ন লিফলেট, ব্রশিয়ার ও স্টিকার বিতরণ করা হয়।
এছাড়া, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেকে সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শনিবার দুপুর পৌনে ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং নগরীর কালামিয়া বাজারে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুটি বিশেষ অভিযান চালানো হয় ।
রোড শোতে বিআরটিএ চট্টগ্রামের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিআরটিসি চট্টগ্রামের বাস ও ট্রাক ডিপোর কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি চট্টগ্রামের ট্রাফিক বিভাগ ।
দুটি বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত আদালত-১২’-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন বিআরটিএ চট্ট মেট্রো-১, ২ ও জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ।
অভিযানে বিভিন্ন অপরাধে দশটি মামলায় জরিমানা করা হয় ৫৭ হাজার টাকা এবং নিবন্ধন বিহীন দুটি অটোরিকশা ডাম্পিং করা হয়।
রোড শো ও বিশেষ অভিযানে সহযোগিতা করেন সিএমপি।