সিলেটে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি সহ আটক দুই
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২১ পিএম, ২৪ জানুয়ারী ২০২৫
.png)
সিলেটে পুলিশের অভিযানে ২৯৮ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সিলেটের নিপবন এলাকায় অভিযান চালিয়ে পাথরের নিচে লুকানো অবস্থায় ২৯৮ বস্তায় ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনিসহ আটক করে শাহপরান থানা পুলিশ।
এ সময় যশোর জেলার কেশবপুর থানার মোঃ রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে মোঃ নয়ন বিশ্বাস, একই জেলার মনিরামপুর থানার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসাইন মুন্নাকে আটক করে পুলিশ। পাচারকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নিপবন আবাসিক এলাকায় অভিযান চালায় শাপহারণ (রহ.) থানা পুলিশ। এসময় ২৯৮ বস্তায় ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা।
গ্রেফতারের ও পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন৷