চট্টগ্রামে ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে চালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩৮ পিএম, ১৬ জানুয়ারী ২০২৫

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. রইছ উদ্দিন, বিআরটিসি ট্রাক ডিপো বায়েজিদ চট্টগ্রামের ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারি মোটরযান পরিদর্শক আবু নাঈম।
কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮’-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে ৩০০ টাকা সম্মানী ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
আজকের প্রশিক্ষণে মোট ৩২৮ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ নেন।
এছাড়াও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১১ কর্তৃক চট্টগ্রাম সিটির বায়েজিদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্ ।
ফিটনেস বিহীন বাস, রাইডার ও লেগুন কারণ হিসেবে অভিযানে ছয়টি মামলায় জরিমানা করা হয় ২০ হাজার টাকা।