চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা সমাধানে চার উপদেষ্টা পেলেন বিশেষ দায়িত্ব


চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা সমাধানে চার উপদেষ্টা পেলেন বিশেষ দায়িত্ব

চট্টগ্রাম সিটির দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এ বিষয়ে পদক্ষেপ নিতে আগামী রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে যাবেন।

দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও গৃহায়ন ও গণপূর্ত আদিলুর রহমান খান।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা চট্টগ্রামে গিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া, জলাবদ্ধতা কেন হচ্ছে, জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসনে করণীয় কী হতে পারে, কী কী প্রকল্প নিলে জলাবদ্ধতা রোধ করা যাবে এসব বিষয়ে মতামত নেবেন।

চসিকের সচিব মো. আশরাফুল আমিন বলেন, ‘প্রধান উপদেষ্টা চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চারজন উপদেষ্টাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন। তারা আগামী রোববার চট্টগ্রামে এসে জলাবদ্ধতা কেন হচ্ছে, স্থায়ী সমাধানে কী করা যেতে পারে এসব বিষয় মতামত সংগ্রহ করবেন। বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করার কথা রয়েছে তাদের।’ 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×