ফাঁসি দিবসে মাস্টারদা সূর্যসেনের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০০ পিএম, ১২ জানুয়ারী ২০২৫

বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক ও অগ্নিযুগের বিপ্লবী বিপ্লবী মাস্টারদা সূর্যসে্নের ৯১তম ফাঁসি দিবসে জেএম সেন হলে আবক্ষ ভাস্কর্যে রোববার (১২ জানুয়ারি) বিকেলে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি টিকলু কুমার দে, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত নূর, সদস্য অরিত্র, স্নেহেন্দু বণিক, ঋষু সাহা।
এ সময় বক্তারা বলেন, ‘মাস্টারদার দেখানো পথে বিপ্লবী তৎপরতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে। যুদ্ধ করে পাকিস্তানি শাসকদের এ দেশ থেকে বিতাড়িত করেছে মুক্তিকামী জনগণ। কিন্তু, আমাদের কাঙ্খিত গণতান্ত্রিক ও শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র আজও আমরা পাইনি। বরং, ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে লুটেরা-দুর্বৃত্ত গোষ্ঠী।’
বক্তারা আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতা অস্থায়ী সরকারের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল, তার প্রতিফলন এখনো আমরা দেখছি না।সাধারণ মানুষের জনজীবনে সংকট নিরসন এবং ভর্তুকি দেয়ার বদৌলতে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের যে মূল্যবৃদ্ধি তা আকাশচুম্বি। শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাই, বছর বছর পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি আদায় করা হয়, সেই সিস্টেম বাতিল করতে হবে এবং পাহাড় ও সমতলে বৈষম্যমূলক যে সংকট তৈরি হয়েছে, তার নিরসন করতে হবে।’