বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ‘ডট গ্যাং’ সদস্যদের হামলা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৮ পিএম, ১১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠেছে ‘ডট গ্যাং’ সদস্যদের বিরুদ্ধে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সিটিরি ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে একটি পর (রাত নয়টায়) চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সূত্র জানায়, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যদের ওই অফিস অবরোধ করেন। একপর্যায়ে তারা হামলা চালায়।
এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বিকাল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।