বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ‘ডট গ্যাং’ সদস্যদের হামলা


বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ‘ডট গ্যাং’ সদস্যদের হামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর  হামলার অভিযোগ ওঠেছে ‘ডট গ্যাং’ সদস্যদের বিরুদ্ধে। 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সিটিরি ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে একটি পর (রাত নয়টায়) চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। 

সূত্র জানায়, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যদের ওই অফিস অবরোধ করেন। একপর্যায়ে তারা হামলা চালায়। 

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

শনিবার বিকাল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×