সংঘর্ষে জড়াল সিইপিজেডের দুই কারখানার শ্রমিকরা, আহত ১২


সংঘর্ষে জড়াল সিইপিজেডের দুই কারখানার শ্রমিকরা, আহত ১২

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিটির সিইপিজেড এলাকায় জেএমএস এবং মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে জেএমএসের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। দুই দিন বন্ধ থাকার পর বিষয়টির সুরাহা হয়। শনিবার ফের কারখানাটি চালু হয়। অন্যদিকে, শনিবার সকালে মেরিনকোর শ্রমিকরা দাবি আদায়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। সে সময় তারা ঢিল ছুড়ে সংলগ্ন জেএমএস কারখানার কয়েকটি জানালার কাঁচ ভাঙলে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে।

এরপর দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়।

পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটি বেতন-ভাতা সংক্রান্ত কোন সমস্যা নয়। দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’

আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, ‘সিইপিজেড থেকে আহত যাদেরকে আনা হয়েছে। তাদের কারও মাথা ফেটেছে, কারও শরীরে আঘাত রয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×