অটোমেশনের আওতায় সিভাসুর পিআরটিসির ল্যাবরেটরির সেবা কার্যক্রম


অটোমেশনের আওতায় সিভাসুর পিআরটিসির ল্যাবরেটরির সেবা কার্যক্রম

অটোমেশনের আওতায় এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম। এখন থেকে সেবাগ্রহীতারা তাদের আমাদানি-রপ্তানিকৃত পণ্যের ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশনের (বিটিএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় এই অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। 

অটোমেশনের ফলে অনলাইনে রিপোর্ট পাওয়ার পাশাপাশি পিআরটিসি ল্যাবের সেবাগ্রহীতারা এখন থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, ফলাফল যাচাই করতে পারবেন ও খুব সহজে টেস্টের ফিও শোধ করতে পারবেন। 

পিআরটিসির পরিচালক প্রফেসর ড. একেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মিশেল জে. পার, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর এবং কাস্টম হাউস চট্টগ্রামের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন। স্বাগত বক্তব্য দেন সিভাসুর মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগরে শিক্ষক এবং পিআরটিসির সাবেক পরিচালক প্রফেসর ড. হিমেল বড়ুয়া। 

পিআরটিসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মো. ইনকেয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অটোমেশন প্রক্রিয়ার ওপর প্রেজেন্টেশন দেন পিআরটিসির ফিড অ্যানালাইসিস অ্যান্ড ফুড সেফটি ল্যাবরেটরির ইন-চার্জ ড. মাহাবুব আলম।

অনুষ্ঠানে কাস্টম, সিএন্ডএফ এজেন্ট, কৃষি ও খাদ্যপণ্য আমদানি-রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন খাতের সাথে জড়িত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×