চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহিদ গ্রেফতার


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহিদ গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ।

সিএমপির জনসংযোগ বিভাগ জানায়, অভিযান চালিয়ে রোববার রাত সাড়ে আটটার দিকে শীর্ষ সন্ত্রাসী আসামী রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্চি জাহিদকে আকবরশাহ থানাধীন লিংক রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ছিলেন আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম ও আমির হোসেন।

পিচ্চি জাহিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×