চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ


চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে সিটির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) বিকালে সিটির আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। 

পরে রাতে চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী ও উপ সচিব শাহেদ আলী টিটুর নেতৃত্বে সিটির হালিশহর, ইপিজেড, বন্দর, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কদমতলী, সিআরবিসহ বিভিন্ন পয়েন্টে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

প্রসঙ্গত, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আবেদনের প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র হিসেবে কম্বল পাঠানো হয়।   

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×