আগামীর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নির্ভর করছে তাদের কূটনীতির উপর


আগামীর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নির্ভর করছে তাদের কূটনীতির উপর

আগামীর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নির্ভর করছে দেশটির কূটনীতির উপর। এ সম্পর্ক আধিপত্য ও শোষণের হলে তা স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৪ জানুয়ারি) ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান সারজিস।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যেকটি সম্পর্ক, ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। যদি তা শোষণ ও আধিপত্যের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না।’
 
‘যে হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছে, যাকে বাংলাদেশের মানুষ উৎখাত করে বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে আপনারা আঘাত করেছেন। খুনি হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের বিচারের মঞ্চে তাকে পাঠানোর ব্যবস্থা করুন।’

অনুষ্ঠানে অংশ নেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×