পাঠ্যবইয়ে র্যাপার হান্নান-সেজানের কথা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৬ পিএম, ০২ জানুয়ারী ২০২৫

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করেছিল যেসব গান, তারমধ্যে দুইটি র্যাপ সং বিশেষ উল্লেখযোগ্য। একটি তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ এবং অন্যটি মোহাম্মদ সেজানের ‘কথা ক’।
সেই দুই গানের সুবাধে হান্নান ও সেজান এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়ে। ‘দ্য ডেইলি স্টার’-এর অনলাইন ভার্সনের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
সপ্তম শ্রেণির পাঠ্যবইতে স্থান পেয়েছে তরুণ দুই র্যাপার হান্নান ও সেজানের কথা। সপ্তম শ্রেণির পাঠ্যবইতে বলা হয়েছে, ‘আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মত শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।’
‘নতুন প্রজন্ম’ শিরোনামে ইংরেজি পাঠ্যবইয়ের সেই লেখায় বলা হয়েছে, ‘তাদের র্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী ও ব্যতিক্রম।’
নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নানের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই গেল ২৫ জুলাই তাকে গ্রেফতার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এ ছাড়া, ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।