কক্সবাজারে গ্রাম আদালত নিয়ে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত


কক্সবাজারে গ্রাম আদালত নিয়ে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সভায় অংশ নেন কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, ‘গ্রামীণ সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে অবগত থাকলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণে তাদের মধ্যে আস্থাহীনতা দেখা যায়। এই আস্থাহীনতা দূর করতে হলে সমাজে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।’

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪’-এর আলোকে প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের মাধ্যমে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করা যায়, সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক। ইপসার জেলা ম্যানেজার সৈয়দ মোহন উদ্দিন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক হাসান মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা শিক্ষা অফিসার রাম মোহন সেন, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মো. গোলাম জিলানী, জেলা আইসিটি অফিসার সৌরভ চক্রবর্ত্তী, জেলা লিগ্যাল এইড অফিসার প্যানেল এডভোকেট মো শাহা আলম।

প্রসঙ্গত, ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়ানে পরিচালিত স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত। এতে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×