সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল গঠন


সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল গঠন

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় নাগরিক কমিটির ১৭৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গঠন ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির সুপারিশ করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল আমিন।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক কমিটি দেশের বিভিন্ন থানায় তাদের প্রতিনিধি কমিটি ঘোষণা করে আসছে। এর মধ্যে রাজধানীর অধিকাংশ থানায় কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×