বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আদালত চত্বর ঘেরাও, সড়ক অবরোধ


বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আদালত চত্বর ঘেরাও, সড়ক অবরোধ

মেহেরপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিনের নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বর ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে আদালত চত্বর ঘেরাও করে তারা। এরপর দুপুর দুইটা দিকে আদালতের সামনে মেহেরপুর মুজিবনগর সড়কে অবরোধ করে তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, মেহেরপুরের আলোচিত হোটেল আটলান্টিকা নারী কেলেঙ্কারি মামলার আসামি মোস্তাফিজুর রহমান তুহিন। এ রকম একটি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। যা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ নেতাকর্মীরা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা জজ আদালত চত্বর ঘেরাও করে। এ সময় তারা আদালতের সবগুলো ফটক বন্ধ করে চত্বরে অবস্থান নিয়ে নিয়োগ বাতিলের দাবিতে নানা রকম স্লোগান দেয়। দুপুরে জেলা ও দায়রা জজের সঙ্গে আন্দোলনকারী নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে আগামী দশ কার্য দিবসের মধ্যে নিয়োগ বাতিলের আশ্বাস দেন জেলা ও দায়রা জজ। তবে, এই আশ্বাস প্রত্যাখ্যান করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীরা আদালত চত্বর ছেড়ে সামনের সড়ক অবরোধ করে। সেখানে পিপি নিয়োগ বাতিলের এক দফা দাবিতে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেন তারা।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করে। মামলায় তিনি উল্লেখ করেন, শহরের আটলান্টিক হোটেলে নারীদের দিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলাটি মেহেরপুর জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×