খামারের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ


খামারের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খামারের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি আমতলা খিলপাড়ার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, জালকুড়ি এলাকায় মরদেহ পাওয়া গেছে। টিম পাঠানো হয়েছে সেখানে।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ হবে বলে জানিয়েছেন ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মঞ্জুরুল ইসলাম।  

তিনি বলেন, এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন কল করলে আমরা সঙ্গে সঙ্গে আসি। এসে দেখি গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×