যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা


যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিল আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান আসাদুল ইসলাম।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক হারুন আর রশিদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক) জুয়েল ইমরান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×