যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোররের চৌগাছা উপজেলার আনিছুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বুধবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ।

নিহতের ভাই ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানূর আলম উজ্জ্বল জানান, রাতে স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষ অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল বলে দাবি করেন শাহানূর আলম উজ্জ্বল।
 
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×